মঙ্গলবার, ২০২৫ আগস্ট ০৫, ২০ শ্রাবণ ১৪৩২
#
জাতীয় জাতীয়

উদ্ধার করা সড়ক অবৈধ পুনদখল ঠেকাতে চসিকের অভিযান।

উদ্ধার করা সড়ক অবৈধ পুনদখল ঠেকাতে চসিকের অভিযান।


প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ফেব্রুয়ারী ১৩, ১২:২২ অপরাহ্ন
#

নিউমার্কেট মোড় থেকে ফলমন্ডিতে পুনদখল ঠেকাতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আজ ১২ ফেব্রুয়ারি সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত চালানো অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী,  চৈতী সর্ববিদ্যা, মো. সাব্বির রহমান সানি।

অভিযান সম্পর্কে ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, “রাস্তা, নালা ও ফুটপাত দখল করা প্রায় তিনশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি আমরা। এসময় অবৈধ দখলদাররা বাধা দিলে আমরা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পুনদখল ঠেকাতে মনিটরিং চলমান থাকবে।

উচ্ছেদকালে অবৈধ দখলদারদের আকস্মিক হামলায় ৩ পুলিশ ও চসিকের পরিচ্ছন্ন বিভাগের ৪ কর্মী আহত হন। দখলদাররা ২টি ডাম্প ট্রাক, ১টি পিকআপ ও চসিকের বিদ্যুৎ উপ-বিভাগের ১ টি এরিয়াল লিফট ভাংচুর করে।  এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অভিযানকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদের সহায়তা প্রদান করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video